Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১৯৯৭-৯৮ সালে জেলায় সার্বিক সাক্ষরতা আন্দোলন(টিএলএম) কর্মসূচি বিকশিত মাগুরা’র অধীনে ৬৬৭০টি কেন্দ্রের মাধ্যমে ২লক্ষ্য ১০০ জন শিক্ষার্থীকে (১১-৪৫বছর বয়সী) ৬মাস ব্যাপী পাঠদান করা হয় ।অত:পর ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মানব উন্নয়নের জন্য সাক্ষরতাত্তোর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১ পরিচালিত হয় । এই প্রকল্পের মাধ্যমে ৪টি উপজেলার মোট ১২০ টি কেন্দ্রের মাধ্যমে ২১৬০০ জন শিক্ষার্থীকে ৯ মাস ব্যাপী (১১ থেকে ৪৫ বছর বয়সী)পাঠ দান ও বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয় । এছাড়া উদ্ভাবনী প্রকল্প এর আওতায় ৪০০জন বয়স্ক শিক্ষার্থীর পরিবারে পারিবারিক সাক্ষরতা চর্চা অব্যাহত আছে । মৌালিক সাক্ষরতা প্রকল্প ৬৮ জেলা নামক প্রকল্পের মাধ্যমে ০৪টি উপজেলায় ১২০০ শিখন কেন্দ্র খুলে ০২ শিফটে নারী পুরুষের জন্য শিক্ষা নিশ্চিত করা হয়েছে। এতে ৭২,০০০ জন নারী পুরুষ সাক্ষরতা অর্জন করে। ইহা ছাড়া আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির মাধ্যমে ৮৪০০ জন ঝরে পড়া শিশুর শিক্ষা নিশ্চিতকরণ কর্মসূচি চলমান আছে।